সর্বশেষ

বাংলাদেশে এসে জালিয়াতি করে ভারতীয় নাগরিক ধরা

Indian citizen caught committing fraud in bangladesh

ঢাকার সাভারের আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে জগদীশ সিং (৫০) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত জগদীশ সিংকে রোববার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে আটক করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, জগদীশ সিং ও আরও কয়েকজন পরিকল্পিতভাবে ভুয়া নথি তৈরি ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন। প্রতারণার শিকার ব্যক্তিরা আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, জগদীশ সিং ভারতীয় নাগরিক।

প্রায় ১০–১১ বছর আগে তিনি বাংলাদেশি লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করছিলেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ খান থানার আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন।

আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিককে প্রতারণা ও জালিয়াতির মামলায় আদালতে পাঠানো হয়েছে। আদালত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post