সর্বশেষ

ব্যাংকের ভিতরেই প্রতারকের ফাঁদে সৌদি প্রবাসীর স্ত্রী

Saudi expatriate's wife falls into fraudster's trap inside bank

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোনালী ব্যাংক পিএলসি’র একটি শাখায় এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকার জাল নোট হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোছা. আছমা আক্তার ওই উপজেলার পলাশতলী গ্রামের বাসিন্দা এবং সৌদি প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী।

আছমা আক্তার জানান, ঈদ উপলক্ষে তার স্বামী রেমিট্যান্স হিসেবে ৯০ হাজার টাকা পাঠান। গত সোমবার ফুলবাড়িয়া সোনালী ব্যাংক শাখা থেকে টাকা তুলতে গেলে তিনি এক প্রতারকের ফাঁদে পড়েন। ছেঁড়া নোট পরিবর্তনের কথা বলে এক ব্যক্তি তার কাছ থেকে কৌশলে ৫০টি এক হাজার টাকার জাল নোট ধরিয়ে দেয়।

পরে ওই টাকা তিনি আরেকটি ব্যাংকে জমা দিতে গেলে জাল নোটের বিষয়টি ধরা পড়ে। তখন তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।

ঘটনার বিষয়ে সোনালী ব্যাংক পিএলসি ফুলবাড়িয়া শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ব্যাংকে লাগানো সিসিটিভি ক্যামেরায় প্রতারকের গতিবিধি ধারণ করা হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভিডিও ফুটেজ সরবরাহ করা হবে। এর পর থেকে ব্যাংকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post