হোয়াটসঅ্যাপের সতর্কবার্তা: বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্টও!

হোয়াটসঅ্যাপের সতর্কবার্তা: বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্টও!

Probash Time Whatsapp Channel

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। প্ল্যাটফর্মটির নিয়ম-কানুন না মেনে চললে যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, মেটা ইতিমধ্যে ভারতে বিপুলসংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করেছে এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটির “Acceptable Use of Our Services” নীতিমালা মেনে চলা আবশ্যক। এই নীতিমালা অনুযায়ী, কোনো ব্যবহারকারীর কার্যকলাপ যদি অন্য ব্যবহারকারীদের জন্য অসুবিধা বা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।

এছাড়াও, সন্ত্রাসবাদ, নগ্নতা, প্ররোচণামূলক মন্তব্য, স্প্যাম, স্ক্যাম বা প্রতারণামূলক বার্তা প্রেরণ, এমনকি আনঅফিসিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করলেও অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক বার্তা, ছবি, অডিও-ভিডিও আদান-প্রদান এবং কলিং সুবিধা ব্যবহার করে কোটি কোটি মানুষ। তবে, ব্যবহারকারীদের উচিত প্ল্যাটফর্মটির নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করা এবং যেকোনো ধরনের অনৈতিক বা অনাকাঙ্ক্ষিত কার্যকলাপ থেকে বিরত থাকা। শর্ত লঙ্ঘন করলে অ্যাকাউন্ট বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ব্যবহারকারীদের জন্য পরামর্শ হলো, হোয়াটসঅ্যাপের নীতিমালা সম্পর্কে সচেতন হওয়া এবং তা মেনে চলা। শুধু ব্যক্তিগত নয়, অফিসিয়াল কাজেও প্ল্যাটফর্মটির নিয়মকানুন ভঙ্গ করা থেকে সতর্ক থাকতে হবে। অন্যথায়, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
whatsappচ্যানেল ফলো করুন