আলবেনিয়ায় ইতিহাস গড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা। দেশটির প্রধানমন্ত্রী এদি রামা ঘোষণা দিয়েছেন, বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত এই ডিজিটাল মন্ত্রীর নাম ‘দিয়েলা’, যার অর্থ আলবেনীয় ভাষায় ‘সূর্য’।
দিয়েলা মূলত সরকারি দরপত্র ব্যবস্থাপনা ও বিভিন্ন নথি প্রদান তদারকি করবে। নাগরিকদের কণ্ঠনির্ভর নির্দেশনা বুঝে মুহূর্তেই সরকারি কাগজপত্র ইস্যু করতে সক্ষম সে। ইতোমধ্যে ‘ই-আলবেনিয়া’ প্ল্যাটফর্মে ৩৬ হাজারের বেশি নথি ইস্যু করেছে এবং হাজারেরও বেশি সেবা প্রদান করেছে এই ডিজিটাল চরিত্র। সরকারের দাবি, এই প্রক্রিয়া হবে শতভাগ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ।
প্রধানমন্ত্রী রামা জানান, প্রশাসনে দুর্নীতি প্রতিরোধ এবং সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। তিনি বলেন, “দিয়েলা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি এবং সরকারি দরপত্র এখন থেকে শতভাগ দুর্নীতিমুক্ত থাকবে।”
আরও
বিশ্বজুড়ে এটিই প্রথমবার কোনো মন্ত্রিসভায় কৃত্রিম বুদ্ধিমত্তার সদস্য অন্তর্ভুক্ত হলো। তবে প্রশ্ন উঠেছে—দিয়েলার সিদ্ধান্তে কি মানবীয় পর্যায়ের তদারকি থাকবে? যদি এআই ভুল সিদ্ধান্ত নেয়, তার দায়ভার নেবে কে? এই প্রযুক্তির কার্যকারিতা যেমন আগ্রহ সৃষ্টি করছে, তেমনি নতুন বিতর্কও তৈরি করছে।
প্রধানমন্ত্রী রামার লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে আলবেনিয়াকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা। এর জন্য দুর্নীতি দমন বড় শর্ত। তাই প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন প্রয়োগ বলকান অঞ্চলের এই দেশকে বিশ্বদরবারে নতুন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছে।











