সৌদি লিগ এখন বিশ্বের সেরা পাঁচে, দাবি রোনালদোর

Saudi league now among the top five in the world, claims ronaldo

সৌদি প্রো লিগকে বিশ্বের শীর্ষ পাঁচটি ফুটবল লিগের একটি হিসেবে আখ্যা দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের পর এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।

গত বৃহস্পতিবার আল নাসর ক্লাব আনুষ্ঠানিকভাবে জানায়, ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির জার্সিতে মাঠে দেখা যাবে এই কিংবদন্তি ফরোয়ার্ডকে। নতুন চুক্তি অনুযায়ী, ৪২ বছর বয়স পার হলেও ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন রোনালদো।

ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘গত দুই বছরে সৌদি প্রো লিগের প্রতিযোগিতা ও মান অনেক বেড়েছে। আমি মনে করি, এই মুহূর্তে এটি বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটি। যারা এই লিগে খেলেনি, তারা বুঝবে না এখানকার প্রতিযোগিতা কতটা চ্যালেঞ্জিং।’

Al4 1

তিনি আরও বলেন, সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের উদ্যোগের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং এই প্রকল্পের অংশ হতে পারাটাকেই সৌদিতে থেকে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। রোনালদোর ভাষায়, “আমি বিশ্বাস করি, ২০৩৪ সালের সৌদি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা হবে।”

রোনালদো জানান, আল নাসরের হয়ে বড় কোনো শিরোপা জেতার লক্ষ্যেই তিনি এই চুক্তি করেছেন। ২০২২ সালের শেষদিকে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখনো বড় কোনো ট্রফি তার হাতে ওঠেনি। তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমি এখানে চ্যাম্পিয়ন হবো বলেই আছি।’

উল্লেখ্য, আল নাসরের হয়ে এ পর্যন্ত ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন রোনালদো। ক্যারিয়ারজুড়ে ১০০০ গোলের মাইলফলকের পথে এগিয়ে চলা এই তারকার নামের পাশে এখন পর্যন্ত রয়েছে ৯৩২টি গোল।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize