ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলায় গাজায় ৫ ইসরায়েলি সেনা নিহত

5 israeli soldiers killed in ambush by palestinian militants in gaza

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় স্বাধীনতাকামী একটি সশস্ত্র গোষ্ঠীর পরিকল্পিত হামলায় দখলদার ইসরায়েলের পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৪ জুন) এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকেল।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, খান ইউনিসে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলার সময় কিছু সেনা নিখোঁজ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাদের উদ্ধারে এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। আহতদের উদ্ধারের সময়ও ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে পড়ে ইসরায়েলি বাহিনী।

Israeli soldiers killed 20250625

হামলাটি ছিল দু’পর্বের। প্রথম দফায় ফিলিস্তিনি যোদ্ধারা সেখানে অবস্থানরত সেনাদের ওপর অতর্কিত হামলা চালান। পরে আহত সেনাদের উদ্ধারে আসা আরেকটি ইসরায়েলি দলের ওপর চালানো হয় দ্বিতীয় হামলা। এতে ইসরায়েলি সামরিক যানও ক্ষতিগ্রস্ত হয়। একটি সাঁজোয়া যানেও আগুন ধরে যায়।

আহত সেনাদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের তেল আবিবের তেল হাসোমের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের পরিবারকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের ওপর ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। এতে করে অঞ্চলটিতে উত্তেজনা নতুন করে বেড়ে গেছে বলে মনে করছে বিশ্লেষকরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize