কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

Missile attack on us base in qatar

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) দোহায় অবস্থিত ‘আল উদেইদ এয়ারবেস’ লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস, যা পরে বিবিসি অ্যারাবিক নিউজ-সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়।

একজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানায়, হামলার লক্ষ্য ছিল কাতারে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক স্থাপনা। এর আগে ওই দিন দুপুর থেকেই ইরানের পক্ষ থেকে এই ঘাঁটিতে হামলার হুমকি পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছে এক পশ্চিমা কূটনৈতিক সূত্র।

হামলার আশঙ্কায় কাতার সরকার তাৎক্ষণিকভাবে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়, যাতে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়।

এরই মধ্যে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস সতর্কবার্তা জারি করে। বার্তায় বলা হয়, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে সবাইকে ঘরে অবস্থান করতে এবং অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও ইরান-ইসরায়েল বিরোধের মধ্যে কাতারের মতো কৌশলগত মিত্র রাষ্ট্রে সরাসরি হামলা নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize