এবার ইসরায়েলে হামলা করল ইয়েমেন

Yemen attacks israel again

ইসরায়েলের বিরুদ্ধে এবার আরেকটি দেশ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সোমবার (২৩ জুন) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। হামলার ঘটনাটি ঘটেছে কয়েক ঘণ্টা আগে এবং এতে দেশটির আকাশসীমায় সতর্কতা সংকেত (সাইরেন) বাজতে শুরু করে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানায়, এ হামলা সরাসরি ইরান থেকে নয়, বরং ইয়েমেন থেকে চালানো হয়েছে। যদিও হামলায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। এটি ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই নতুন মাত্রা যোগ করলো বলে মনে করা হচ্ছে।

ফারস নিউজ আরও জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ III’-এর আওতায় এখন পর্যন্ত ২১তম হামলাটি ইরান থেকে চালানো হয়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র আক্রমণের সম্মুখীন হয়েছে। তবে সংশ্লিষ্ট হামলাটি ইয়েমেন থেকে হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ১৩ জুন ইসরায়েল ইরানে একযোগে পরমাণু, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারান ৪০০-এর বেশি ইরানি নাগরিক। নিহতদের মধ্যে ছিলেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক ব্যক্তি।

এই হামলার পর প্রতিশোধ নিতে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ III’ নামে পাল্টা আক্রমণ শুরু করে। ২২ জুন পর্যন্ত এই অভিযানের আওতায় ইরান ইসরায়েলে ২০ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নতুন করে ইয়েমেন থেকেও হামলা চালানোয় পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize