নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারাল ইসরায়েলি সেনা

Israeli soldier killed by own forces

গাজা উপত্যকায় সামরিক অভিযানের সময় নিজেদের বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানা যায়, নিহত সেনার নাম সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক। সোমবার (১৯ মে) উত্তর গাজায় এই ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার (২০ মে) এ তথ্য প্রকাশ করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

জানা যায়, ওই সময় ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের অধীনে কমব্যাট ইঞ্জিনিয়াররা একটি সুড়ঙ্গ ধ্বংসের প্রস্তুতি নিচ্ছিল। সুড়ঙ্গের নকশা তৈরি ও স্থান চিহ্নিত করার সময়ই চিরাক সেখানে অবস্থান করছিলেন। একই সময়ে এলাকাটির নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনীর আরেকটি কোম্পানি।

ভুলবশত ওই কোম্পানির সদস্যরা চিরাককে লক্ষ্য করে গুলি ছোড়ে। সুড়ঙ্গের পাশেই অবস্থান করছিলেন তিনি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ নির্ধারণ করে তা নিহত সেনার পরিবারকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিরক্ষা বাহিনী।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় যে হামলা শুরু করেছে ইসরায়েল, তা এখন পর্যন্ত ভয়াবহ পরিণতি বয়ে এনেছে ফিলিস্তিনিদের জন্য। বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, এই সময়ে গাজায় প্রাণ হারিয়েছেন ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি। পাশাপাশি হামলা চালাতে গিয়ে নিহত হয়েছে প্রায় ৯০০ ইসরায়েলি সেনা।

ইসরায়েলের হামলা শুধু মৃত্যুই বয়ে আনছে না, বরং গাজার সাধারণ মানুষদের জীবনকেও করে তুলছে দুর্বিষহ। খাদ্য সংকট ও মানবিক সহায়তার অভাবে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। অবরুদ্ধ উপত্যকার জনজীবন এখন চরম বিপর্যয়ের মুখে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post