আরব আমিরাতে ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১

3 women shot dead in uae, 1 arrested

সংযুক্ত আরব আমিরাতে ট্রাফিক সংক্রান্ত বিরোধের জেরে তিন নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাস আল খাইমাহ পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, একটি আবাসিক এলাকায় গুলির খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পাঁচ মিনিটের মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, একটি সংকীর্ণ রাস্তা দিয়ে গাড়ি যাওয়া নিয়ে বিরোধের শুরু। পরে ঝগড়া বাড়লে অভিযুক্ত ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে তিন নারীকে গুলি করে।

আহত নারীদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো যায়নি। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post