কক্সবাজারের উখিয়ায় মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জুনাইদ (২৭) নামের এক তরুণ প্রবাসী প্রাণ হারিয়েছেন। রবিবার (১৮ মে) রাত ৮টার দিকে উপজেলার কোটবাজার চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, দ্রুতগতির একটি মিনিট্রাকের সঙ্গে জুনাইদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জুনাইদ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ছায়াখোলা পাগলির বিল এলাকার বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে। সম্প্রতি মাত্র তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, খুব শিগগিরই সৌদি আরবে ফেরার কথা ছিল জুনাইদের। প্রবাসে ফিরে স্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন এই তরুণ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—স্ত্রীর হাতের মেহেদি না শুকাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। স্থানীয়রা জানান, চৌধুরীপাড়া রাস্তার এই অংশটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এর আগেও একই স্থানে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেন।
আরও পড়ুন
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত মিনিট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
জুনাইদের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক সম্ভাবনাময় তরুণের এমন মর্মান্তিক পরিণতি সকলকে ব্যথিত করেছে। স্থানীয়রা দুর্ঘটনা প্রবণ এই সড়কটিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।