টাঙ্গাইলের সখীপুরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত নুসরাত নাহার নুপুর নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, নুসরাত নাহার নুপুরের সাথে ২০০৩ সালে সখীপুরের আবুল কালামের বিয়ে হয়। কালাম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় নুসরাত বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নেন। পাওনাদারদের চাপে স্বজনেরা জানতে পারলে তিনি জানান, ব্যক্তিগত প্রয়োজনে তিনি ঋণ করেছিলেন। স্বামী বা তার পরিবার এ বিষয়ে কিছু জানতেন না এবং ঋণের দায়ভার নিতে রাজি নন।
অভিযুক্ত নুসরাতের নামে ২৬টি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। টাকা লেনদেন নিয়ে প্রায়ই তার সাথে বিভিন্ন পাওনাদারের কথা কাটাকাটি হতো।
আরও পড়ুন
গ্রেফতার হওয়া নুসরাতের দেবর জানান, তার ভাই প্রবাসী এবং তারা নুসরাতের ঋণের বিষয়ে কিছুই জানেন না। নুসরাত তার নামে মিথ্যা মামলাও করেছেন।
একাধিক পাওনাদার জানান, টাকা ফেরত চাইলে নুসরাত টালবাহানা করতেন, তাই তারা মামলা করতে বাধ্য হন।
নুসরাতের স্বামী জানান, তিনি ঋণের বিষয়ে কিছুই জানতেন না এবং এ জন্য কোনো দায়ভার নেবেন না।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গ্রেফতারি পরোয়ানা থাকায় নুসরাতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।