পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতের পাল্টা হামলা শুরু করেছে এবং ‘বুনিয়ান মারসুস’ নামের এই অভিযানে ভারতের উদমপুরে অবস্থিত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
বিবিসি জানায়, পাকিস্তান সামরিক বাহিনী একের পর এক হামলার দাবি করছে। সবশেষ তারা ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে। একইসঙ্গে পাকিস্তান সাইবার হামলা চালিয়ে বিজেপিসহ ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইট হ্যাক করারও দাবি করেছে। তবে বিবিসি এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি এবং ভারতের পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।
পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, তাদের হামলায় ভারতের উদমপুর ও পাঠানকোটের বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
এর আগে পাকিস্তান দাবি করে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে, যার জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালাচ্ছে।