কাতারের রাজধানী দোহার নাজমা সুক আল হারেজ মার্কেটে দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আধিপত্য বজায় রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। পাঁচ শতাধিক দোকানঘরে গড়ে উঠা এ বাজারে প্রায় ১২ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী কাজ করছেন। ব্যবসা ও কর্মসংস্থানের এ কেন্দ্র থেকে নিয়মিত বিপুল পরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে প্রেরিত হচ্ছে।
প্রতিদিনই এ মার্কেটে পুরাতন আসবাবপত্র, দোকানের সরঞ্জামসহ ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের ক্রয়-বিক্রয় চলে। স্থানীয় এবং প্রবাসী ক্রেতাদের কাছে ব্যবহৃত পণ্য সংগ্রহের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে দোহায় অবস্থিত এই মার্কেট।
মার্কেটের এক বাংলাদেশি ব্যবসায়ী জানান, “এখানে কর্মরত ১২ হাজারেরও বেশি শ্রমিকের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। এখান থেকে আমাদের দেশে প্রচুর অর্থ রেমিট্যান্স হিসেবে যায়।” আরেকজন ব্যবসায়ী বলেন, “মোট প্রায় ৫০০ দোকান রয়েছে নাজমা মার্কেটে, এর মধ্যে ৪৫০টির মালিক বাংলাদেশি।”
আরও
কাতারে বর্তমানে চার লাখেরও বেশি বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন। তবে নাজমা সুক আল হারেজে বাংলাদেশিদের আধিপত্য শুধু ব্যবসা-বাণিজ্যই নয়, বরং হাজারো প্রবাসীর কর্মসংস্থান নিশ্চিত করছে।
প্রবাসীদের এ উদ্যোগ কেবল কাতারেই নয়, বরং বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নাজমা মার্কেটকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশি প্রবাসীদের শক্তিশালী অবস্থান দেশীয় অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহকে আরও সুদৃঢ় করছে।











