নুসরাত ফারিয়াকে গ্রেফতারে বিব্রত উপদেষ্টা ফারুকী

Advisor farooqui embarrassed by nusrat faria's arrest

রাজধানীর ভাটারা থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। থাইল্যান্ড যাওয়ার পথে তাকে আটক করে পুলিশ। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফারিয়ার জামিন শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২২ মে।

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে এই গ্রেফতারের ঘটনায় তিনি বিব্রত।

ফারুকী লেখেন, “আমি সাধারণত মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা বলি না। কিন্তু ফারিয়ার ঘটনা আমাদের শিল্প জগতের জন্য বিব্রতকর। মামলাটি অনেক দিন ধরেই চলমান ছিল, তবুও তাকে হঠাৎ করে বিমানবন্দর থেকে গ্রেফতারের ঘটনা প্রশ্নের জন্ম দেয়।” তিনি আরও যোগ করেন, “সরকারের উচিত হবে জুলাইয়ের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা, ঢালাও মামলায় জড়ানো নয়।”

তিনি ইঙ্গিত করেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের একটি সাম্প্রতিক ভ্রমণকে কেন্দ্র করে যে ‘ওভার নার্ভাসনেস’ সৃষ্টি হয়েছে, তার প্রভাবেই হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে। এমনকি কিছুদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও একই রকম একটি ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষদিকে ফারুকী আশাবাদ প্রকাশ করে লেখেন, “আমি বিশ্বাস করি ফারিয়া ন্যায়বিচার পাবেন। আমাদের উচিত এই ধরনের মামলাগুলো আরও সংবেদনশীলভাবে দেখা। আমাদের আসল কাজ হচ্ছে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিচার নিশ্চিত করা।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post