নায়িকা নুসরাত ফারিয়া আটক

Actress nusrat faria arrested

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন চেকপোস্টে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি ধরা পড়ে।

আটকের পর তাকে রাজধানীর ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট থানা সূত্র জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি চলতি বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি ঘটনায় দায়ের করা হয়।

এর আগে, গত ২৯ এপ্রিল ভাটারা থানার ওসি মাজহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, চলতি বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি মামলায় নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে অভিনেতা জায়েদ খান, অপু বিশ্বাস এবং আসনা হাবিব ভাবনাও রয়েছেন।

মামলার বাদী এনামুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, আসামিরা সরকারপন্থী অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে বিপুল অর্থ সহায়তা দেন। তিনি আরও অভিযোগ করেন, আন্দোলন চলাকালে অন্য আসামিদের গুলিতে তিনি আহত হন এবং অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

বর্তমানে নুসরাত ফারিয়া ভাটারা থানায় পুলিশের হেফাজতে রয়েছেন এবং মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post