ক্রিকেটের পিচ প্রথমে ব্যাটার ও বোলারের মধ্যে কুস্তির ম্যাচে পরিণত হয়, পরে বক্সিং রিংয়ে। দুই ক্রিকেটারের হাতাহাতির পরে কিল-চড়-ঘুষির প্রতিযোগিতায় নামেন দু’দলের বাকি ক্রিকেটাররাও।
ব্যাট উঁচিয়ে প্রতিপক্ষ ক্রিকেটারকে আঘাত করতেও দেখা যায় অন্য দলের এক খেলোয়াড়কে। সব মিলিয়ে এমসিসি উইকডেজ ব্যাশ এক্সআইএক্স ফাইনাল পরিণত হয় রীতিমতো রণভূমিতে।
KALESH on Cricket Pitch 🥵 pic.twitter.com/mhvNYFIp4I
— Sameer Allana (@HitmanCricket) September 25, 2024
উল্লেখযোগ্য বিষয় হল, বেগতিক বুঝে দুই আম্পায়ার এক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। যা ঘটছে তা তাদের স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পরে বুঝেই চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখাই শ্রেয় বলে মনে হয় তাদের। অবশ্য একবার কাছে গিয়ে ক্রিকেটারদের মিষ্টি কথায় লড়াই থেকে বিরত থাকার অনুরোধ করেছিলেন আম্পায়াররা। তবে পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে ছিল সন্দেহ নেই।
ক্রিকেটের পিচ প্রথমে ব্যাটার ও বোলারের মধ্যে কুস্তির ম্যাটে পরিণত হয়, পরে বক্সিং রিংয়ে। দুই ক্রিকেটারের হাতাহাতির পরে কিল-চড়-ঘুষির প্রতিযোগিতায় নামেন দু’দলের বাকি ক্রিকেটাররাও।
ব্যাট উঁচিয়ে প্রতিপক্ষ ক্রিকেটারকে আঘাত করতেও দেখা যায় অন্য দলের এক খেলোয়াড়কে। সব মিলিয়ে এমসিসি উইকডেজ ব্যাশ এক্সআইএক্স ফাইনাল পরিণত হয় রীতিমতো রণভূমিতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post