ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ঠিক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। সম্প্রতি শ্রীলঙ্কায় সফরের সময় এ মন্তব্য করেছেন মালদ্বীপের এই মন্ত্রী। দুই দেশের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল বলেও স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মোহামেদ মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে থাকে। মুইজ্জু ক্ষমতায় বসার প্রথম দিকে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে এই চিড় ধরে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। এর শুরুটা ভারতীয় সেনাদের দেশ থেকে সরানো নিয়ে।
এবার পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির দাবি করলেন, দুই দেশ মিলে এই ভুল বোঝাবুঝি ঠিক করেছে। শ্রীলঙ্কা সফরের সময় এই অঞ্চলে চীন ও ভারতের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তিনি।
দ্য এডিশন নামে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুসা জমির বলেন, ‘আপনারা জানেন, আমাদের সরকারের শুরুতে ভারতের সঙ্গে একটু সমস্যা হয়েছিল। কিন্তু ভারত ও চীন, এ দুই দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। দুই দেশই মালদ্বীপকে সহযোগিতা করে যাচ্ছে।’
নির্বাচনী প্রচারের সময়ই ভারতবিরোধী মন্তব্য করেন মোহামেদ মুইজ্জু। চীনপন্থী হিসেবে পরিচিত এই নেতা প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরই ঘোষণা দেন তিনি দেশ থেকে ভারতীয়দের সরানোর কাজ হাতে নেবেন। পরে ভারতও এই সিদ্ধান্ত মেনে সেনা সরিয়ে নেয়।
ভারত সেনা সরানোর আগেই অবশ্য মালদ্বীপের তিনজন মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হন। এদিকে ক্ষমতায় আসার পর প্রথম ভারত সফর না করে তুরস্ক ও চীনে যান মুইজ্জু। তাও জানুয়ারিতে। এরপর কয়েক মাস পর জুনে ভারতে যান তিনি।
এবার শিগগির ভারত সফরে যাওয়ার কথা রয়েছে মালদ্বীপের প্রেসিডেন্টের। সেখানে দুই দেশের মধ্যকার বিভিন্ন চুক্তি নিয়ে কথা হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post