বিশ্ব ফুটবলে যখন গুঞ্জন চলছিল যে, পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো হয়তো ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরবেন, তখন তিনি নিজেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করে জানালেন, সৌদি আরবেই তিনি থেকে যেতে চান এবং এখানেই নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখতে চান।
আল নাসরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “সৌদি আরব একটি শান্তিপূর্ণ দেশ। আমি ও আমার পরিবার এখানে নিজেদের ঘরের মতো অনুভব করি। মানুষের ভালোবাসা ও আন্তরিকতার কারণে আমরা এখানে বসবাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই এখানেই আমরা আমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।” তিনি আরও বলেন, পরিবারের সমর্থনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত ২৫ জুন নতুন মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হন রোনালদো। এ চুক্তির ফলে ২০২৮ সাল পর্যন্ত সৌদি প্রো লিগে খেলার সুযোগ থাকছে তার সামনে। জানা গেছে, বেশ কয়েকটি ক্লাব বিশ্বকাপ অংশগ্রহণকারী দলের পক্ষ থেকে প্রস্তাব পেলেও তিনি সেগুলো ফিরিয়ে দিয়েছেন। তার মতে, “এটা লম্বা মৌসুম হতে যাচ্ছে। নিজেকে প্রস্তুত রাখতে বিশ্রাম এবং কঠোর অনুশীলন প্রয়োজন।”
আরও পড়ুন
২০২৬ ফিফা বিশ্বকাপকেই নিজের পরবর্তী বড় লক্ষ্য হিসেবে দেখছেন রোনালদো। জাতীয় দলের হয়েও সর্বশেষ নেশন্স লিগে সফলতা পেয়েছেন তিনি। সাক্ষাৎকারে জানান, “আমি শুধু আল নাসরের জন্য নয়, পর্তুগাল দলের জন্যও নিজেকে প্রস্তুত রাখতে চাই।”
আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে মাঠে নেমে ৯৩টি গোল করেছেন রোনালদো। তবে এখনও লিগ শিরোপা অধরা। নতুন মৌসুমে সেই অপূর্ণতা ঘোচাতে বদ্ধপরিকর এই তারকা। বলেন, “গত মৌসুমের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই। অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চাই। এই মৌসুমে আমাদের বড় অর্জনের সময় এসেছে।”
চুক্তি অনুযায়ী, রোনালদো বছরে আয় করবেন ১৮৮ মিলিয়ন ইউরো, যা দৈনিক হিসেবে প্রায় ১৩ কোটি টাকা। সেই সঙ্গে সৌদি লিগে আল নাসরকে শীর্ষ ক্লাবে পরিণত করার প্রতিশ্রুতিও দিয়েছেন রোনালদো, যেটিকে তিনি নিজের ‘নতুন স্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন।