ইতালির রোমে দুই দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
গত ১২ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরাম-এ অংশ নিতে রোমে পৌঁছান ড. ইউনূস। এ সময় ফিউমিসিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।
সফরের মূল আকর্ষণ ছিল সোমবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম-এর উদ্বোধনী অধিবেশন, যেখানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. ইউনূস। তার ভাষণে তিনি বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন, যা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায়।
আরও
সফরকালে ড. ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা, কৃষি প্রযুক্তি বিনিময়, সামাজিক ব্যবসা সম্প্রসারণ এবং জলবায়ু অভিযোজন নিয়ে আলোচনা হয়।
দুই দিনের এই সফর শেষে প্রধান উপদেষ্টার অংশগ্রহণকে আন্তর্জাতিক মহল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছে। তার উপস্থাপিত প্রস্তাবনাগুলোকে টেকসই উন্নয়ন ও বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে দেখা হচ্ছে।











