সর্বশেষ

ওমানে ফের অভিযান! ১৮ প্রবাসী গ্রেফতার, প্রবাসীরা সাবধান

Oman

ওমানের দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের রুস্তাক উইলায়াতে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করা ১৫ জন অভিবাসী এবং তাদের বহনকারী গাড়ির চালককে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। গাড়িতে থাকা সকল পুরুষ ও নারীকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রয়্যাল ওমান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, রুস্তাক অঞ্চলের একটি সড়কে গাড়িটি থামিয়ে অভিযান চালানো হয়। চালক অবৈধভাবে অভিবাসীদের পরিবহন করছিলেন। অভিযানের পর আটককৃতদের পরিচয় যাচাই এবং অভিবাসন আইন অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

Websize 96 1

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অভিযান দেশের অভিবাসন নীতি কঠোরভাবে বাস্তবায়নের অংশ। তারা সতর্ক করেছেন, অবৈধভাবে দেশে প্রবেশ বা অন্যকে সহায়তা করা জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তাই সকল প্রবাসীকে আইন মেনে চলার এবং সীমান্ত অমান্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, মুসানদাম প্রদেশের খাসাব উপকূলে নৌকাযোগে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় আরও কয়েকজন প্রবাসীকে আটক করা হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওমানের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সীমান্ত এলাকায় অবৈধ প্রবেশ রোধ করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। প্রবাসীদের জন্য বার্তা হলো—দেশে নিরাপদ ও আইনসঙ্গতভাবে বসবাস নিশ্চিত করতে, কোনোভাবেই অবৈধ কর্মকাণ্ডে জড়াবেন না এবং সীমান্ত অমান্য থেকে বিরত থাকুন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post