সর্বশেষ

গাজায় যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ওমান

1760011049 1760011048 vhur92wsfvv5 700x400 copy

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার শর্ত ও প্রক্রিয়া নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রণালয় চুক্তিটিকে যুদ্ধ বন্ধ, দুইপক্ষের বন্দি ও আটককৃতদের মুক্তি এবং জরুরি হিউম্যানিটেরিয়ান সহায়তা প্রবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি বজায় রাখতে এবং স্থিতিশীল করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে। মন্ত্রণালয় সকল পক্ষকে শান্তি রক্ষায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

ওমানের বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্তি প্রক্রিয়ার মাধ্যমে একটি ন্যায্য ও সার্বিক রাজনৈতিক সমাধান আনতে হবে, যা ফিলিস্তিন জনগণের বৈধ অধিকার নিশ্চিত করবে।

দেশটি আশা করছে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে। মন্ত্রণালয় আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদেরও শান্তি প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post