যাত্রীদের চাহিদার মুখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে দুটি বিদেশি এয়ারলাইন্স। আগামী ১৮ সেপ্টেম্বর ওমানভিত্তিক সালাম এয়ার এবং ২৬ অক্টোবর থেকে আমিরাতভিত্তিক ফ্লাই দুবাই তাদের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, সালাম এয়ার চট্টগ্রাম-মাস্কাট রুটে তাদের ফ্লাইট পরিচালনা শুরু করবে। এর আগে, বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবের কারণ দেখিয়ে গত বছর ফ্লাই দুবাইসহ থাই এয়ার, ওমান এয়ার ও স্পাইস জেটের মতো বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছিল।
আরও
এই ইতিবাচক পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন বিমানবন্দরটি রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করছে। ২০২৪-২০২৫ অর্থবছরে বিমানবন্দরটির আয় দাঁড়িয়েছে প্রায় ২৭১ কোটি টাকা, যা এর ক্রমবর্ধমান বাণিজ্যিক গুরুত্বের ইঙ্গিত দেয়। নতুন দুটি এয়ারলাইন্সের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক রুটে যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।










