কাতার প্রবাসীদের জন্য সতর্ক বার্তা

Bangladesh embassy in qatar

কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি সতর্কবার্তা জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার রাতের ওই হামলার ছবি, ভিডিও বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড বা শেয়ার না করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, ঘটনার পর কাতার সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং বড় ধরনের কোনো অস্থিতিশীলতার আশঙ্কা নেই। তাই প্রবাসী বাংলাদেশিদের উদ্বিগ্ন না হয়ে শান্তভাবে সতর্কতা বজায় রেখে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস আরও জানায়, কাতারের প্রচলিত আইন অনুযায়ী অনুমোদনবিহীন কোনো ছবি, ভিডিও বা তথ্য অনলাইনে ছড়ানো আইনত দণ্ডনীয়। তাই সংঘটিত হামলার কোনো ধরনের ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকার পাশাপাশি, পূর্বে শেয়ার করা পোস্টও মুছে ফেলার অনুরোধ করা হয়েছে।

এছাড়া, কাতারে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সহায়তার বিষয়ে বাংলাদেশ দূতাবাস সবসময় প্রস্তুত আছে বলে জানানো হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে হটলাইন বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

হটলাইন: +৯৭৪ ৩৩৬৬২০০০
ই-মেইল: [email protected] / [email protected]

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize