ভারতের বড় বাণিজ্যিক চালান বিমানবন্দর থেকেই ফিরিয়ে দিল আমেরিকা

Us turns back large indian commercial shipment from airport

ভারত থেকে পাঠানো অন্তত ১৫টি আমের শিপমেন্ট যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বাতিল করা হয়েছে। এসব চালান লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টার মতো গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছানোর পর গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ। সোমবার (১৯ মে) এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী অর্থনৈতিক দৈনিক ‘ইকোনমিক টাইমস’।

প্রতিবেদনে বলা হয়েছে, আমদানির ক্ষেত্রে কাগজপত্রে অসংগতির কারণেই এসব চালান বাতিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও মুম্বাই থেকে ৮ ও ৯ মে রপ্তানির আগে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল, তবে কাগজপত্রে ত্রুটি থাকায় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ আমগুলো গ্রহণ করেনি।

ফলাফলস্বরূপ, রপ্তানিকারকদের কয়েক লাখ ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমের মতো দ্রুত পচনশীল পণ্য ফিরিয়ে আনতে বিপুল খরচ পড়ায় রপ্তানিকারকরা বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রেই আমগুলো ফেলে রাখার সিদ্ধান্ত নিচ্ছেন। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৫ লাখ ডলারের মতো।

ভারতীয় আম রপ্তানির অন্যতম বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। ফলে এই ধরনের বাধা কেবল রপ্তানিকারকদের জন্য নয়, বরং ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, বিমানপথে আম রপ্তানির খরচ অনেক বেশি হওয়ায় এমন বিপর্যয় রপ্তানিকারকদের জন্য আর্থিকভাবে অত্যন্ত চাপ সৃষ্টি করেছে। এই ঘটনায় আম রপ্তানিতে নতুন করে সতর্কতা এবং নীতিমালার প্রয়োগ জরুরি হয়ে পড়েছে বলেও মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post