মেক্সিকোতে লাইভ ভিডিও চলাকালে ভ্যালেরিয়া মার্কেজ নামের এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনা মেক্সিকোতে লিঙ্গভিত্তিক সহিংসতার উচ্চ হারকে আবারও সামনে এনেছে।
জালিস্কো প্রদেশের কার্যালয় জানায়, ২৩ বছর বয়সী মার্কেজের মৃত্যুকে ফেমিসাইড হিসেবে তদন্ত করা হচ্ছে। মার্কেজ একটি বিউটি স্যালোনে কাজ করতেন, সেখানেই মঙ্গলবার অজ্ঞাতনামা ব্যক্তি তাকে হত্যা করে।
ফেমিসাইড বলতে কোনো নারীকে কেবল তার লিঙ্গের কারণে হত্যা করাকে বোঝায়।
আরও পড়ুন
মার্কেজ বিউটি সালোনে কাজ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপচর্চা বিষয়ক ভিডিও তৈরি করতেন। ঘটনার কিছুক্ষণ আগে তিনি লাইভে ছিলেন।
ভিডিওতে তিনি জানান, কেউ তার জন্য স্যালোনে একটি দামী উপহার রেখে গেছে। তিনি বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন। ভিডিও চলাকালীন, তিনি তার পেছনে কারো উপস্থিতি টের পান। পেছন ফিরে তাকালে তাকে গুলি করা হয়।
গুলি করার পর ভিডিওতে একজনকে ফোন ধরতে দেখা যায়, যার মুখ ক্যামেরায় ধরা পড়ে। এরপর সম্প্রচার বন্ধ হয়ে যায়।
প্রসিকিউটরের কার্যালয় এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি।
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ফেমিসাইডের উচ্চ হারে মেক্সিকো চতুর্থ অবস্থানে রয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে মেক্সিকোতে ফেমিসাইডের হার ছিল প্রতি লাখে ১.৩ জন।