ফিজিতে ২৬ বাংলাদেশি শ্রমিকের দুর্দশা, অভিযোগ দাখিল

Complaint filed against 26 bangladeshi workers in fiji over plight

ফিজিতে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা সেখানে নিয়োগকর্তাদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৩ জন শ্রমিক এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন।

ফিজি টাইমস জানিয়েছে, শ্রমিকরা অভিযোগ করেছেন যে নিয়োগকর্তারা তাদের সাথে খারাপ আচরণ করছেন এবং মানবাধিকার লঙ্ঘন করছেন। ফিজি হিউম্যান রাইটস অ্যান্ড এন্টি ডিসক্রিমিনেশন কমিশনার আলেফিনা ভুকি এই তথ্য নিশ্চিত করেছেন।

আলেফিনা ভুকি জানান, নিয়োগকর্তারা শ্রমিকদেরকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী খাবার ও চিকিৎসা দিচ্ছেন না। এছাড়াও, শ্রমিকদের শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং অমানবিক আচরণ করা হচ্ছে। এমনকি তাদেরকে প্রতিশোধ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। শ্রমিকরা একটি সুপারমার্কেটে কাজ করেন এবং দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা খাদ্য কিনতে পারছেন না, পরিবারকে টাকা পাঠানো তো দূরের কথা।

তিনি আরও জানান, প্রতিটি শ্রমিক ফিজিতে কাজের সুযোগ পাওয়ার জন্য রিক্রুটিং এজেন্টদেরকে মোটা অঙ্কের ঋণ পরিশোধ করেছেন। কমিশন নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করে শ্রমিকদের খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে।

আলেফিনা ভুকি বলেন, শ্রমিকরা তাদের দুর্বিষহ অবস্থার কথা জানিয়েছেন। তাদেরকে মৌলিক টয়লেট্রিজও দেওয়া হয় না। ঋণ পরিশোধের বোঝা এবং দুর্ব্যবহারের কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত। পুলিশ বা শ্রম আদালতের কাছে গেলে তাদেরকে জেলে পাঠানোর হুমকি দেওয়া হয়।

কমিশন বিষয়টি নিয়ে দেশটির কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও কর্মক্ষেত্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী এবং অভিবাসন বিষয়ক মন্ত্রীর সাথে আলোচনা করছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post