ইসরায়েলি হামলার অব্যাহততায় বিপর্যস্ত গাজা উপত্যকা ভয়াবহ মানবিক সংকটের সম্মুখীন। খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে দিন কাটাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। এই পরিস্থিতিতে জাতিসংঘ জানিয়েছে, জরুরি খাদ্যসামগ্রী, ওষুধ এবং জীবনধারণের অত্যাবশ্যকীয় সরঞ্জাম বোঝাই প্রায় তিন হাজার ট্রাক গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার দশ লক্ষেরও বেশি শিশু জীবনধারণের জন্য এই ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল। সংস্থাটি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবিলম্বে এই সহায়তা পৌঁছানো না গেলে গাজা অচিরেই ‘পূর্ণ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে’ উপনীত হবে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) ইসরায়েলের বিরুদ্ধে খাদ্য, ওষুধ ও জ্বালানিবাহী ট্রাক প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ এনেছে।
ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে প্রবেশের অনুমতি পাওয়া মাত্রই ত্রাণ সংস্থাগুলো জরুরি ভিত্তিতে সাহায্য কার্যক্রম শুরু করতে প্রস্তুত। সংস্থাটি আরও উল্লেখ করেছে, গাজার বিপুল সংখ্যক শিশু এই ত্রাণের ওপর নির্ভরশীল এবং এই সহায়তা ছাড়া তাদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।
আরও পড়ুন
আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইসরায়েলের প্রতি অবিলম্বে ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। মানবিক সহায়তার এই জরুরি চালান গাজার অসহায় মানুষের জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।