সর্বশেষ

ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

Bangladeshi expatriate dies in italy, mourning at home

ইতালিতে মো. আলী আজগর মন্টু (৪২) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে রোমের সানকামেল্ল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মন্টু ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসন্তান রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে ইতালিতে যান মন্টু। সেখানে ব্যবসা করতেন তিনি। গত ২২ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রোমের সানকামেল্ল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৭ দিন ধরে তিনি কোমায় ছিলেন এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোকে মারা যান।

তার ভাই আলী আকসাদ ঝন্টু জানান, মন্টুর মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে আনার প্রস্তুতি চলছে এবং এক সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে।

প্রবাসীর মৃত্যুর খবরে তার পরিবার, আত্মীয়স্বজন ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রয়াত মন্টুর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post