জার্মানিতে বাংলাদেশি ছাত্রের মরদেহ উদ্ধার

Body of bangladeshi student recovered in germany

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে যাওয়া মোহাম্মদ ইফতেখার হোসেন মিয়া প্রীতম (২৮) নামের এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত ৬ জুন বার্লিন সংলগ্ন ব্রান্ডেনবুর্গ অঙ্গরাজ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে শোকের ছায়া নেমে এসেছে প্রীতমের পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে।

নোয়াখালী জেলার সন্তান প্রীতম ব্রান্ডেনবুর্গের “টেকনিক্যাল হাইস্কুল ভিলডাউ”-তে ইউরোপিয়ান বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রির ষষ্ঠ বর্ষে অধ্যয়নরত ছিলেন। তিনি স্থানীয়ভাবে একজন মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ড. উলরিকে টিপে এবং ফ্যাকাল্টি অব বিজনেস, কম্পিউটিং অ্যান্ড ল ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ক্রিস্টিয়ান মুইলার।

তবে প্রীতমের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ এবং প্রীতমের সহপাঠী ও পরিচিত বাংলাদেশিদের ধারণা, দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি চাকরি না পাওয়া, অর্থনৈতিক সংকট, পারিবারিক চাপ এবং একাকীত্বের কারণেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। এ বিষয়ে ব্রান্ডেনবুর্গ অঙ্গরাজ্যের অপরাধ দমন বিভাগ বিস্তারিত তদন্ত শুরু করেছে।

প্রীতমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে এবং তার পরিবারকে সমবেদনা জানিয়েছে। শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য ক্যাম্পাসের লাইব্রেরির প্রথম তলার ১০ নম্বর হলে একটি শোক বই রাখা হয়েছে। মাস শেষে এই বইটি প্রীতমের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রীতম নোয়াখালী জিলা স্কুল এবং নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করেন। দেশের মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে জার্মান প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize