গায়ক নোবেল গ্রেপ্তার

Singer nobel arrested

নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। সোমবার (১৯ মে) রাত ২টার দিকে রাজধানীর ডেমরা থানার পুলিশ তাকে ঢাকার সারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

ডেমরা থানার তদন্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, এক নারীর দায়ের করা ধর্ষণ, পর্নোগ্রাফি এবং শারীরিক নির্যাতনের অভিযোগে মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়। বর্তমানে নোবেলকে আদালতে উপস্থাপন ও মামলার আইনি প্রক্রিয়া চলছে।

এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন নোবেল। ২০২৩ সালের ২০ মে মতিঝিল থানায় প্রতারণার এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় অভিযোগ ছিল, একটি অনুষ্ঠানে না গিয়ে অগ্রিম এক লাখ ৭২ হাজার টাকা গ্রহণ করেন তিনি।

62e7a119 c012 4556 a878 99dad665521a

সংগীত ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন নোবেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি, জাতীয় সংগীত ও খ্যাতনামা শিল্পীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে নিন্দিত হন তিনি। এছাড়াও গানের মালিকানা নিয়ে সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তিনি।

নোবেলের ব্যক্তিজীবনেও নানা টানাপড়েন ছিল। তার স্ত্রী মেহরুবা সালসাবিল নোবেলের বিরুদ্ধে জিডি করেন। বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই দাম্পত্য জীবনে ভাঙন শুরু হয়। সালসাবিল অভিযোগ করেন, মাদকাসক্ত নোবেল অন্য নারীদের সঙ্গে সম্পর্ক এবং তার আপত্তিতে শারীরিক নির্যাতন করতেন। একপর্যায়ে তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

নতুন মামলায় গ্রেপ্তারের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই বিতর্কিত সংগীতশিল্পী। মামলার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post