হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই জামিন মঞ্জুর করেন।
নুসরাতের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন। তিনি জানান, শুনানিকালে আদালতে উপস্থাপন করা হয় যে, মামলায় বর্ণিত ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশে ছিলেন না। সংশ্লিষ্ট কাগজপত্র আদালতে জমা দেওয়ার পর বিচারক জামিন আদেশ দেন।
এর আগে, গতকাল সোমবার আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। তবে আজ শুনানির পর তার পক্ষে উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে জামিন দেওয়া হয়।
আরও পড়ুন
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে এনামুল হক (৩৫) গুলিবিদ্ধ হন। পরে, ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনকে আসামি করে একটি নালিশি মামলা দায়ের করেন, যার মধ্যে ১৭ জন ছিলেন অভিনয় জগতের সঙ্গে সংশ্লিষ্ট। নুসরাত ফারিয়াও ছিলেন ওই তালিকায়।
মামলাটি আদালতের নির্দেশে এজাহার হিসেবে রেকর্ড করা হয় এবং ঘটনার প্রায় দুই সপ্তাহ পর গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে জামিন পাওয়ার পর নুসরাতের আইনি লড়াই আপাতত স্বস্তির দিকেই এগোচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবী।