সর্বশেষ

সুখবর! অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

কর্মস্থলে বয়লার মেশিনে প্রাণ হারালেন এক প্রবাসী বাংলাদেশি

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরে আসতে পারবেন। এই সুযোগটি তারা ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০’ কার্যক্রমের আওতায় ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত অনিয়মিত বিদেশি-কর্মীরা সহজভাবে দেশে ফেরার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে বলা হয়েছে, যারা দেশে ফিরতে ইচ্ছুক তারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করুন। শেষ মুহূর্তে ইমিগ্রেশন দফতরের অনুমতি এবং বায়োমেট্রিক প্রদানের জটিলতার কারণে সমস্যা দেখা দিতে পারে।

হাইকমিশন আরও জানিয়েছে, যেসব ব্যক্তির পাসপোর্ট নেই বা পাসপোর্টের মেয়াদ শেষ, তারা ট্রাভেল পারমিট সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম আগে থেকেই সম্পন্ন করতে পারেন। এতে দেশে ফেরার প্রক্রিয়া সহজ এবং ঝুঁকিমুক্ত হবে।

বাংলাদেশি প্রবাসীদের প্রতি হাইকমিশনের পরামর্শ—আইনসঙ্গত ও নিরাপদভাবে দেশে ফেরার জন্য সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিন এবং শেষ মুহূর্তে ঝুঁকি গ্রহণ করবেন না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post