হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো পড়ছে টাকা!

Money is falling like rain from a helicopter!

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে ঘটেছে এক বিরল ও চমকপ্রদ ঘটনা। শুক্রবার (২৭ জুন) দুপুরে হঠাৎ আকাশে একটি হেলিকপ্টার ঘুরতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে ঝরতে থাকে বান্ডেল বান্ডেল নগদ টাকা। এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা।

এই নাটকীয় ঘটনাটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং সম্প্রতি মারা যাওয়া স্থানীয় ব্যবসায়ী ড্যারেল প্ল্যান্ট থমাসের শেষ ইচ্ছা বাস্তবায়নের অংশ। জীবদ্দশায় তিনি একটি কার ওয়াশের মালিক ছিলেন এবং স্থানীয়দের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন সমাজসেবক। তাঁর ইচ্ছানুযায়ী, একটি হেলিকপ্টার থেকে স্থানীয় কমিউনিটির ওপর টাকা ছড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী লিসা নাইফ, যিনি একটি নিকটস্থ সার্ভিস সেন্টারে কাজ করেন, জানান, “এটা ছিল তার ভালোবাসা প্রকাশের এক অসাধারণ উপায়। কমিউনিটির প্রতি তাঁর ভালোবাসার নিদর্শনস্বরূপ এটাই ছিল তাঁর শেষ উপহার।” হেলিকপ্টারটি কিছুক্ষণ চক্কর দেয়ার পর হাজার হাজার ডলারের নোট ছড়িয়ে দেয় এলাকাজুড়ে। দোকান, গাড়ি এবং ঘর থেকে বেরিয়ে মানুষজন ছুটে এসে টাকা কুড়াতে থাকেন। মুহূর্তেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিস্ময়করভাবে, এত ভিড়ের মাঝেও কোনো বিশৃঙ্খলা হয়নি। ডেট্রয়েট পুলিশ সাময়িকভাবে রাস্তার যান চলাচল বন্ধ রাখলেও পুরো ঘটনাটি ছিল সুশৃঙ্খল। স্থানীয় এক খাবার দোকানের কর্মী আনায়া টনি বলেন, “অবিশ্বাস্য সংখ্যক মানুষ ছিল, কিন্তু সবাই সুন্দরভাবে ভাগাভাগি করেছে।”

ড্যারেল থমাসের ছেলে স্মোক জানান, “এই উদ্যোগ ছিল আমার বাবার শেষ ইচ্ছা। তিনি হয়তো সবার পরিচিত ছিলেন না, কিন্তু কমিউনিটিতে তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। এটাই তাঁর পক্ষ থেকে সবার জন্য শেষ আশীর্বাদ।”

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিওতে একজন মন্তব্য করেন, “এই রকম বৃষ্টি তো রোজই দরকার!” আরেকজন মজা করে লেখেন, “আমি তো চাদর নিয়ে ছুটে গিয়েছিলাম!” অনেকেই বলেছেন, “একজন মানুষ মৃত্যুর পরেও অপরিচিতদের কথা ভাবছেন—এটাই প্রমাণ করে তিনি কতটা উদার ছিলেন।” এই ঘটনাকে অনেকেই ডেট্রয়েটের ভালোবাসা, সংহতি ও উদারতার প্রতীক হিসেবে দেখছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize