৭৭৭৭। সাত হাজার সাতশ সাতাত্তর কিলোমিটার। ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশকে পাড়ি দিতে হবে এই পথ। আর ভারত সফরের পুরোটা পথজুড়েই বাংলাদেশ দলকে চার্টার্ড ফ্লাইটে আতিথেয়তা দেবে বিসিসিআই।
১৫ সেপ্টেম্বর ভারতে গিয়ে বাংলাদেশ দলের অনুশীলন শুরু ১৬ সেপ্টেম্বর থেকে। ১৭ ও ১৮ সেপ্টেম্বর আরও ২ দফা অনুশীলনের পর চেন্নাইতে প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ দল চার্টার্ড ফ্লাইটে চেপে উড়াল দেবে চেন্নাই। সেজন্য পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, দূরত্বের হিসাবে যা ১ হাজার ৮৭৮ কিলোমিটার।
কানপুর টেস্টের আগে ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুশীলন করবে বাংলাদেশ দল। ২৭ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর এই টেস্ট তথা টেস্ট সিরিজ শেষে টাইগারদের পরবর্তী গন্তব্য গোয়ালিয়র।
দীর্ঘদিন পর ক্রিকেট আয়োজন করা গোয়ালিয়রের দূরত্ব কানপুর থেকে মাত্র ২৬৫ কিলোমিটার। ২ অক্টোবর এই পথটাও চার্টার্ড ফ্লাইটে অতিক্রম করবে বাংলাদেশ। ৩, ৪ ও ৫ অক্টোবর অনুশীলনের পর প্রথম টি-টোয়েন্টি ৬ অক্টোবর। ৭ অক্টোবর আরেকটি চার্টার্ড ফ্লাইটে শান্তরা গোয়ালিয়র থেকে ৩৬০ কিলোমিটার ভ্রমণ করে যাবেন দিল্লীতে।
দিল্লীতে ৮ অক্টোবর অনুশীলন করেই ৯ অক্টোবর ম্যাচ, ১০ অক্টোবর দুই দল ১ হাজার ৫৫৯ কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে যাবে শেষ টি-টোয়েন্টির ভেন্যু হায়দরাবাদে। আর সেখানে ১১ অক্টোবর অনুশীলনের পর ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক লড়াইয়ের শেষ ম্যাচ।
ভারতে থাকাকালে পুরো সময়েই বাংলাদেশ দল ও ভারতীয় দল একই চার্টার্ড ফ্লাইটে ভ্রমণ করবে। ঢাকা থেকে চেন্নাইয়ে যাওয়া, চেন্নাই থেকে কানপুর, কানপুর থেকে গোয়ালিয়র, গোয়ালিয়র থেকে দিল্লী, দিল্লী থেকে হায়দরাবাদ আবার হায়দরাবার থেকে ঢাকা ফিরে আসা- সব মিলে ঠিক ৭ হাজার সাতশ সাতাত্তর কিলোমিটার পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post