সর্বশেষ

প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিল প্রেমিক!

Boyfriend cuts off power to entire village because girlfriend's phone is busy!

বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন লাইন কেটে গোটা গ্রামকে অন্ধকারে ডুবিয়ে দিলেন এক তরুণ। এতে মুহূর্তেই বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।

প্রচারিত ভিডিওতে দেখা যায়, লোহা কাটার যন্ত্র হাতে পোলের ওপর উঠে একের পর এক তার কেটে যাচ্ছেন ওই তরুণ। যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত, তবুও তিনি বিন্দুমাত্র ভয় না পেয়ে নির্দ্বিধায় বিদ্যুতের লাইন ছিঁড়ে দেন। এতে পুরো গ্রাম বিদ্যুৎহীন হয়ে যায়।

ঘটনার পেছনের কারণ নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর দাবি, প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষোভে তরুণ এমন কাণ্ড ঘটান। তবে ভিডিওটির সত্যতা কিংবা ঘটনাস্থল এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তরুণের কর্মকাণ্ডকে ‘বেপরোয়া প্রেমের প্রতিশোধ’ বলে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “প্রেমে ক্ষোভে অনেকে নিজের শিরা কাটে, আর সে কেটে দিল গোটা গ্রামের শিরা।” অন্য এক মন্তব্যে এসেছে, “প্রেম অন্ধ, কিন্তু এই প্রেম তো পুরো গ্রামকেই অন্ধ করে দিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup