বাংলাদেশে চালু হচ্ছে গুগল পে

Google pay is launching in bangladesh

বাংলাদেশের ডিজিটাল আর্থিক খাতে একটি বড় পরিবর্তনের দিকেই এগোচ্ছে দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী এক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল ওয়ালেট’। জনপ্রিয় এই সেবা বর্তমানে ‘গুগল পে’ নামে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে।

শুরুর পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের ভিসা ও মাস্টারকার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করে যেকোনো এনএফসি-সমর্থিত পিওএস টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে লেনদেন করতে পারবেন। এরপর ধাপে ধাপে অন্যান্য ব্যাংকগুলোও এ সেবায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এই সেবার মাধ্যমে স্মার্টফোনই হয়ে উঠবে ব্যবহারকারীর ডিজিটাল মানিব্যাগ, যা দিয়ে বিমান ভ্রমণ থেকে শুরু করে কেনাকাটা, সিনেমা দেখা—সবকিছুতেই হবে মোবাইল পেমেন্ট।

এই উদ্যোগ যৌথভাবে বাস্তবায়ন করছে সিটি ব্যাংক ও গুগল। গুগল ওয়ালেট চালু হলে ব্যবহারকারীরা কনট্যাক্টলেস টার্মিনালে ‘ট্যাপ অ্যান্ড পে’ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে লেনদেন করতে পারবেন।

গুগল ওয়ালেট বিশ্বের বিভিন্ন দেশে আগেই চালু হয়েছে। ভারতে গুগল পে ইউপিআই ভিত্তিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেখানে ২০২৪ সালের ডিসেম্বরে মোট ডিজিটাল লেনদেনের ৫১ শতাংশ অর্থ এবং ৩৭ শতাংশ লেনদেনের সংখ্যা গুগল পের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পাকিস্তানেও চলতি বছরের মার্চ মাসে চালু হয়েছে এই সেবা।

সূত্রমতে, গুগল ওয়ালেট ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না, ফলে এটি চালু করতে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদনের প্রয়োজন নেই। তবে যেসব ব্যাংক এ সেবার সঙ্গে যুক্ত হতে চায়, তাদেরকে আগেই কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। গুগল ওয়ালেট নিজে কোনো লেনদেন ফি নেয় না, তবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের নীতিমালা অনুযায়ী লেনদেনের উপর ফি আরোপ করতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে। তবে স্থানীয় লেনদেনে সাধারণত অতিরিক্ত কোনো চার্জ প্রযোজ্য নয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize