জনগণের জায়গা থেকে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘সাকিব আল হাসানের পরিচয় দুটো, খেলোয়াড় ও রাজনীতিক। রাজনৈতিক পরিচয়ের কারণে সাকিবের ওপর জনগণের ক্ষোভ থাকলে তাকেই সেটা স্পষ্ট করতে হবে। খেলোয়াড় হিসেবে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, সেটা নিশ্চিত করা হবে। সাকিব আল হাসানকে জনগণের জায়গা থেকে নিরাপত্তা দেওয়া কঠিন। শেখ হাসিনাকেও দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল।
৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সারাদেশে অসংখ্য মামলা হয়েছে। সাকিব আল হাসানকেও একটি হত্যা মামলার আসামি করা হয়েছে।
আরও পড়ুন
বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার এখন ভারতে দেশটির সঙ্গে টেস্ট খেলছেন। তবে তার নামে হত্যা মামলা থাকায় তিনি দেশে ফিরবেন কিনা তা অনিশ্চিত। এ পরিস্থিতিতে দেশে ফিরতে বিসিবির কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন তিনি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সরকারের তরফ থেকে নিরাপত্তার বিষয়টা আসতে হবে। এই মুহূর্তে বোর্ড থেকে এ সম্পর্কে কিছু বলা সম্ভব না।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামী ১ অক্টোবর থেকে শ্রমিকদের টিসিবির মাধ্যমে নিত্যপণ্য দেওয়া হবে। তিনি বলেন, ‘শ্রমিকদের রেশন দেওয়ার কাজ চলছে। আগামী ১ অক্টোবর আশুলিয়ায় শ্রমিকদের জন্য টিসিবির পণ্য দেওয়া হবে, সরকার নির্ধারিত মূল্যে। ৪০ লাখ শ্রমিককে এর আওতায় আনা হবে।