সর্বশেষ

হামজাকে কাঁধে তুলে নাচলেন প্রবাসী বাংলাদেশিরা

Expatriate bangladeshis danced while carrying hamza on their shoulders

হংকংয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-১ ড্র করেছে। এশিয়ান কাপ বাছাইপর্বে ভালো অবস্থান ধরে রাখার জন্য জয়ের প্রয়োজন থাকলেও ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে ড্রয়ে প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। ম্যাচ শেষে সেই আনন্দের প্রতিফলন দেখা গেছে ভক্তদের উচ্ছ্বাসে। হামজা মাঠে আসতেই তাকে কাঁধে তুলে নাচতে শুরু করেন অনেকেই।

হামজা বাংলাদেশ দলের নতুন আবিষ্কার নয়; অভিষেকের পর থেকেই তিনি দলের অঙ্গাঙ্গী অংশে পরিণত হয়েছেন। মাঠে তার পারফরম্যান্স এবং দলীয় নেতৃত্ব তাকে দলের অঘোষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। হংকংয়ের বিপক্ষে গত হোম ম্যাচে তার দুর্দান্ত ফ্রি কিক গোল দলের জয়ের আশা জাগিয়ে দিয়েছিল। অ্যাওয়ে ম্যাচেও তিনি ছিলেন সবসময় বলের কাছে, মাঠের গুরুত্বপূর্ণ সব মুহূর্তে তার উপস্থিতি লক্ষ্য করা গেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ ড্র নিয়ে মাঠ ছাড়ে।

হামজা এখনও পর্যন্ত দেশের জার্সিতে ৫টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচে ২টি গোল করেছেন এবং আরও একটি গোলে সহায়তা করেছেন। কিন্তু তার প্রভাব শুধু মাঠেই সীমাবদ্ধ নয়; মাঠের বাইরে তার জনপ্রিয়তা এবং ফুটবলের উন্মাদনা আবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

ম্যাচ শেষে টিম বাসে উঠার সময় প্রবাসী বাংলাদেশিরা হামজাকে ঘিরে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। একপর্যায়ে একজন তাকে কাঁধে তুলে নাচতে থাকে, অন্যরাও ‘হামজা ভাই! জিন্দাবাদ!!’ স্লোগান দেন। এই দৃশ্যই তার উপস্থিতিতে তৈরি হওয়া ফুটবল উন্মাদনার প্রকাশ ঘটিয়েছে।

হামজার খেলার প্রতি ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসা প্রমাণ করছে, যে শুধু মাঠের পারফরম্যান্স নয়, তার ব্যক্তিত্বও দলের জন্য অনুপ্রেরণার উৎস।

https://www.youtube.com/watch?v=xX0jyzuI4Tk
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post