বাংলাদেশকে স্তব্ধ করে আরব আমিরাতের স্মরণীয় জয়

United arab emirates stunned bangladesh in memorable victory

ঢাকা সফরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০৫ রানের রেকর্ড পুঁজি গড়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারীরা। ম্যাচের নায়ক ছিলেন দলের অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম, যিনি খেলেন ৪২ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস।

Tanzid hasan fifty 200525 02 1747682423

এ দিন ম্যাচের শুরুতে ব্যাট করে ২০ ওভারে ২০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে বাংলাদেশ। তানজিদ হাসান ৫৯, তাওহিদ হৃদয় ৪৫ ও লিটন দাস ৪০ রানের কার্যকরী ইনিংস খেলেন। জাকের আলি ও শান্তর ব্যাটেও আসে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান। তবে শেষ ওভারে মাত্র চার রান তুলতে পারায় স্কোরটা আরও বড় হয়নি।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোহেইব খানের সহজ ক্যাচ ফেলেন শান্ত, যার খেসারত দিতে হয় বাংলাদেশকে। ওয়াসিম ও জোহেইব গড়েন ১০৭ রানের রেকর্ড উদ্বোধনী জুটি, যা বাংলাদেশের বিপক্ষে কোনো সহযোগী দলের সর্বোচ্চ ওপেনিং জুটি। নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবরা বেধড়ক মার খেয়ে ম্যাচ হাতছাড়া করতে থাকেন।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। চূড়ান্ত নাটকীয়তায় গড়া সেই ওভারে হায়দার আলি ও ধ্রুব পারাশারের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় আমিরাত। শেষ বলে ‘নট আউট’ সিদ্ধান্তে থেমে যায় বাংলাদেশের শেষ আশা।

Wassem uae 200525 03 1747682441

এই জয়ের মধ্য দিয়ে আমিরাত পায় বাংলাদেশের বিপক্ষে তাদের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি জয়। একই সঙ্গে তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ নির্ধারণী রোমাঞ্চের প্রতিশ্রুতি রেখে মাঠ ছাড়ে দুই দল। ম্যাচ সেরা নির্বাচিত হন আমিরাত অধিনায়ক ওয়াসিম।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post