সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির মাত্র ১৮ ঘণ্টা আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। ইমিগ্রেশন জটিলতায় তিন দিন বিমানবন্দরে আটকা থাকার পর শুক্রবার রাতে দলের সঙ্গে যোগ দেন তারা।
বিসিবি পরিচালক জানান, রিশাদ ও নাহিদকে বিমানবন্দরে আটকে রাখার সুনির্দিষ্ট কারণ তারা জানেন না। গত বুধবার দলের প্রথম বহরের সঙ্গে রিশাদ ও নাহিদ আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দলের বাকি সদস্যরা স্বাভাবিকভাবে বিমানবন্দর থেকে বের হতে পারলেও তারা অনুমতি পাননি।
বিসিবি জানায়, কাগজপত্রের সমস্যার কারণে তাদের আটকানো হয়েছিল এবং এক পর্যায়ে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমিরাত ক্রিকেট বোর্ড ও দুবাইয়ে বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় এই সমস্যার সমাধান করা হয়।
আরও পড়ুন
বিসিবি মিডিয়া বিভাগের প্রধান জানান, রিশাদ ও নাহিদ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে নিরাপত্তা শঙ্কায় টুর্নামেন্ট স্থগিত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় বিশেষ ফ্লাইটে দুবাই গিয়েছিলেন। বিসিবির ধারণা, সেখান থেকে দুবাই আসার সময় কাগজপত্রের কিছু সমস্যা ছিল।
সব জটিলতা কাটিয়ে প্রথম ম্যাচ শুরুর ১৮ ঘণ্টা আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ ও নাহিদ। আমিরাতে পৌঁছে বাংলাদেশ দল দুই দিন অনুশীলন করলেও তারা সেখানে থাকতে পারেননি। প্রথম টি-টোয়েন্টিতে তাদের খেলানো হবে কিনা, সে বিষয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।