নিজের স্ত্রীকে রক্ত দিলে কি বিয়ে ভেঙে যাবে?

নিজের স্ত্রীকে রক্ত দিলে কি বিয়ে ভেঙে যাবে?

জীবন রক্ষা এবং সুস্থতার প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক ব্যক্তির রক্ত আরেকজনের শরীরে স্থানান্তর করা ইসলামী শরিয়তের দৃষ্টিতে বৈধ।

মাহরাম ও গায়রে মাহরাম উভয় ধরনের আত্মীয়-স্বজন, এমনকি অপরিচিত ব্যক্তিদের জন্যও রক্ত দান করা জায়েজ। রক্ত দানের মাধ্যমে রক্তদাতা ও গ্রহণকারীর মধ্যে কোনো নতুন বৈবাহিক নিষেধাজ্ঞা সৃষ্টি হয় না। সুতরাং, গায়রে মাহরাম নারী-পুরুষের মধ্যে রক্ত দেওয়া-নেওয়া বৈধ এবং পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ সম্পাদনে শরিয়তগত কোনো বাধা থাকে না।

রক্তের গ্রুপ মিললে স্বামী-স্ত্রীর মধ্যে রক্ত দান করাও শরিয়তসম্মত এবং তাদের বৈবাহিক সম্পর্ক এতে কোনোভাবে প্রভাবিত হয় না। তবে চিকিৎসকের পরামর্শ বা নিষেধাজ্ঞা থাকলে তা অবশ্যই মেনে চলা উচিত। উদাহরণস্বরূপ, চিকিৎসকরা সতর্ক করে থাকেন যে স্ত্রী স্বামীর রক্ত গ্রহণ করলে গর্ভধারণ বা সন্তানের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ধরনের সম্ভাব্য ঝুঁকি থাকলে তা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।

উল্লেখ্য, অসুস্থ ব্যক্তিকে রক্ত দান করা অত্যন্ত সওয়াবের কাজ। তবে এটি অবশ্যই বিনামূল্যে এবং সওয়াবের নিয়তে করা উচিত। রক্ত বিক্রি করা ইসলামি শরিয়তে নাজায়েজ। যদি কোনো অসুস্থ ব্যক্তির পরিবার বিনামূল্যে রক্ত সংগ্রহ করতে না পারেন, তবে তারা প্রয়োজনের ক্ষেত্রে মূল্য দিয়ে রক্ত ক্রয় করতে পারেন। তবে রক্তদাতার জন্য এর বিনিময়ে অর্থ গ্রহণ করা সর্বাবস্থায় নিষিদ্ধ। তবুও, যদি কেউ রক্তদাতাকে স্বতঃস্ফূর্তভাবে কোনো উপহার বা হাদিয়া দেন, তা গ্রহণ করতে কোনো বাধা নেই।

সর্বশেষে, রক্তদান একটি মানবিক দায়িত্ব এবং এটি জীবনের গুরুত্ব উপলব্ধি করে সবার জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

রক্তদানসহ যে কোনোভাবে মানুষের বিপদে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করলে দুনিয়া ও আখেরাতে আল্লাহর সাহায্য পাওয়া যায়। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোন ঈমানদারের দুনিয়া থেকে কোন বিপদ দূর করে দেবে, আল্লাহ তা’আলা বিচার দিবসে তার কোনো বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি কোন দুঃস্থ লোকের অভাব দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি লুকিয়ে রাখবে আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ত্রুটি লুকিয়ে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাই এর সহযোগিতায় আত্মনিয়োগ করে আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। (সহিহ মুসলিম)

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize