হজে গিয়ে অসুস্থ হয়ে ১৮ বাংলাদেশি হাসপাতালে ভর্তি

18 bangladeshis admitted to hospital after falling ill during hajj

ঢাকা, ২২ মে — এবছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৬২ জন বাংলাদেশি হজযাত্রী অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তাদের মধ্যে ১৮ জন এখনও সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ৬২ জন হজযাত্রী, আর বর্তমানে ১৮ জন ভর্তি রয়েছেন। এছাড়া, চিকিৎসা সহায়তার অংশ হিসেবে হজযাত্রীদের মাঝে সৌদি আরবের বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে ২০ হাজার ৩৬৭টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন দেওয়া হয়েছে।

বুলেটিনে আরও জানানো হয়, এবারের হজ মৌসুমে সৌদি আরবে মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। মৃত্যুর ঘটনায় মক্কায় প্রাণ হারিয়েছেন চারজন এবং মদিনায় পাঁচজন।

চলতি হজ মৌসুমে ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ৫২ হাজার ৬৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৮ হাজার ১০৭ জন।

ধর্ম মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে যাবে ৩১ মে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post