ওমানে নিদারুণ কষ্টে প্রবাসী শ্রমিকেরা

Migrant workers in dire straits in oman

ওমানে চলমান খরা ও অসহনীয় দাবদাহে জনজীবন চরমভাবে বিপর্যস্ত। খোলা আকাশের নিচে কাজ করা প্রবাসী কর্মীদের অবস্থা আরও শোচনীয়। মাঝে কয়েকটি শহরে বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সোহারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও মাস্কাট, সুর, সুইক, খাসাব, ইব্রিসহ একাধিক অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রির ঘর।

এই সংকটময় পরিস্থিতিতে দেশজুড়ে বৃষ্টির আশায় ধারাবাহিকভাবে আদায় করা হচ্ছে সালাতুল ইস্তিসকা— বা বৃষ্টি কামনায় বিশেষ নামাজ। গত কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্র ও শনিবার ওমানের বিভিন্ন অঞ্চলে এই নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

সেই ধারাবাহিকতায় ওমানের ওয়াক্‌ফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, উত্তর আল বাতিনায় আগামী শনিবার সবকটি এলাকায় একযোগে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হবে। খরা, পানির সংকট এবং জনগণের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে ওয়াদি আল মাওয়াল, সিব ও কুরিয়াতে শতাধিক মানুষ খোলা মাঠে নামাজে অংশ নেন এবং আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা জানান।

ইসলামী রীতি অনুযায়ী, দীর্ঘ সময় বৃষ্টিহীনতা দেখা দিলে সালাতুল ইস্তিসকার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়ে থাকে। এই প্রার্থনা নামাজে শিশু, নারী, পুরুষ—সব বয়সী মানুষ অংশগ্রহণ করেন, যা ধর্মীয় অনুভূতির পাশাপাশি সামাজিক সংহতির প্রতীক হিসেবেও বিবেচিত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post