লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বৃহস্পতিবার (২২ নভেম্বর) দেশটির মিসরাতা সেন্ট্রাল হাসপাতালের মহাপরিচালক ড. মোহাম্মদ বায়োউয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান।
এসময় রাষ্ট্রদূত হাসপাতালে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি পেশাজীবীদের বিভিন্ন জটিলতা দ্রুত সমাধানের জন্য মহাপরিচালককে অনুরোধ জানান।
এসময় তিনি তাদের কর্মপরিবেশ এবং বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় মিসরাতা মিউনিসিপলিটির স্বাস্থ্য বিভাগের পরিচালক ও হাসপাতালের নার্সিং বিভাগের পরিচালকসহ দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এরপর রাষ্ট্রদূত মিসরাতা শহরে কর্মরত বাংলাদেশি পেশাজীবীদের সাথে সাক্ষাৎ করেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সফরকালে রাষ্ট্রদূত আবোফারস স্টিল ইন্ডাস্ট্রি কোম্পানী পরিদর্শন করেন এবং কোম্পানীতে কর্মরত বাংলাদেশি পেশাজীবীদের সাথে সাক্ষাৎ করেন।
পরে রাষ্ট্রদূত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সালেম আবোফারসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশি পেশাজীবীদের কাজে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরো বাংলাদেশি নিয়োগে দূতাবাসের সহযোগিতা কামনা করেন। এপ্রেক্ষিতে রাষ্ট্রদূত কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও দূতাবাসের টীমের পক্ষ থেকে মিসরাতা শহরে কন্স্যুলার ও কল্যাণ সেবা দেওয়া হয়। এসময় মিসরাতা এবং তার আশেপাশের শহরে বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী দূতাবাসের বিভিন্ন সেবা গ্রহণ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post