ওমানের উত্তর আল বাতিনা (লিওয়া) অঞ্চলের একটি মার্কেটে আগুন লাগার সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ওমান। খবরে বলা হয়েছে, আজ ওমানের উত্তর আল বাতিনা গভর্নরের সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স বিভাগের দমকলকর্মীরা লিওয়া বিলাতের একটি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্সের (প্যাকডা) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে “উত্তর আল বাতিনা গভর্নরে দমকল কর্মীরা লিওয়া বাজারের একটি খাবারের দোকানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, ” আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী প্রচেষ্টা চালাচ্ছে। এখনও কোনো মানুষের আহত অথবা নিহতের খবর পাওয়া যায়নি।” ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী আমাদের জানান, ১৫/২০ টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে। সকাল ৬টায় আগুন লাগলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post