মহামারী করোনায় কানাডাতে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনার এমন পরিস্থিতির মধ্যেই বিশ্ববাসীর ন্যায় পবিত্র রমজান মাসের প্রস্তুতি সম্পন্ন করেছে কানাডা প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন ট্রুডো।
ভিডিওতে সবাইকে সালাম দিয়ে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন। রমজান মাস জুড়ে ইবাদত করবেন। সারাদিন রোজা পালন শেষে সন্ধ্যায় ইফতার করবেন।’
এ সময় রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি। ট্রুডো বলেন, ‘নিঃসন্দেহে এ বছরের রমজান হবে সম্পূর্ণ আলাদা। আমি জানি মানুষ এখনও জীবনের সঠিক অর্থ কি সেটা খুঁজে চলেছেন।’
কানাডার মুসলমানদের প্রশংসা করে তিনি বলেন, ‘কানাডার মুসলমানরা সব সময়ই দেশকে অপেক্ষাকৃত ভালো ও শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছেন। এ মাসেও এর ব্যতিক্রম হবে না।’ প্রত্যেকের ঘরে ঘরে ইফতার পৌঁছে দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আবারও ঘরে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘এ বছর ঘরে বসে রোজা পালন করবেন। মসজিদ বা আত্মীয় স্বজনদের বাড়িতে একত্রিত হয়ে ইফতার করার পরিবর্তে, এ বছর সকলের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করুন।’
সব শেষে ট্রুডো বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে এই কামনা রইলো যে, সকলে শান্তিপূর্ণভাবে রোজা পালন করবেন। সবাইকে আবারও রমজানুল মোবারক।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post