মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি নির্মাণ স্থাপনা থেকে ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ার সাত নাগরিক এবং ভারতের একজনকে আটক করা হয়। শুক্রবার কুয়ালালামপুরের বুকিত কিয়ারা এলাকায় অভিযান চালানো হয়। একই সঙ্গে নির্মাণ স্থাপনাটি বন্ধের নির্দেশ দেয় পুলিশ।
শনিবার কুয়ালালামপুর সিটি হল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কাজ করার সঠিক অনুমোদনপত্র না থাকায় ৩২ নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। এছাড়া এদের অনেকেই ভিন্ন কাজের ওয়ার্ক পারমিট নিয়ে নির্মাণ স্থাপনায় কাজ করছিলেন। জালাতান ইমিগ্রেশন মালয়েশিয়া এবং পুলিশ ডিপার্টমেন্ট তাদের আটক করে।
ওই স্থাপনাটির ভেতরে ও বাইরে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, নির্মাণ কাঠামো নিয়েও অভিযান চালানো হয়। এসময় অনিয়মের অভিযোগে এটি সিলগালা করে দেয় পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post