মালয়েশিয়ার কেলানতান রাজ্যে যাত্রীবাহী বাস থেকে চার বাংলাদেশিসহ ১২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। এর মধ্যে বাকি আট জন ভারতীয় নাগরিক। এদের সবার বয়স ২১-৩৯ বছরের মধ্যে।
গুয়া মুসাং জেলার পুলিশ সুপার সিক চুন ফু এক বিবৃতিতে জানান, ওপি ক্যান্টাস নামে এক অভিযানে বাসে থাকা সব যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে চার বাংলাদেশি ও আট ভারতীয় নাগরিক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন বিদেশি নাগরিকদের চলাচলরোধে পুলিশ এবং অভিবাসন বিভাগের সহযোগিতায় এ আটক অভিযান সফল হয়েছে।
আটক অবৈধ অভিবাসীদের আইপিডি গুয়া মুসাংয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে করা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৮/৬৩-এর ধারা ৬ (১) (সি) অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post