আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সাম্প্রতিক পদক্ষেপ জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতার ওপর হুমকি সৃষ্টি করছে। সংস্থাটি ২২ মে (বুধবার) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে।
হিউম্যান রাইটস ওয়াচের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার বিচার ব্যবস্থার সংস্কারের পরিবর্তে পূর্ববর্তী সরকার আওয়ামী লীগের সমর্থকদের ওপর দমনমূলক নীতি গ্রহণ করেছে। তারা মনে করে, এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য এক বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে।
বিবৃতিতে বলা হয়, চলতি মাসের ১২ মে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা, সমাবেশ, প্রকাশনা ও অনলাইন কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সংস্থার মতে, এই ধরনের সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারকে গুরুতরভাবে বাধাগ্রস্ত করে।
আরও পড়ুন
হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, অতীত সরকারগুলো যেভাবে ক্ষমতার অপব্যবহার করে বিরোধী মত দমন করেছে, বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে। এ ধরনের নীতি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক।
সংস্থাটি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এবং সব দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে। তারা আরও বলেন, মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি — তা রক্ষায় রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।